এটা বাংলাদেশের একটা উন্মুক্ত নন প্রফিট অনলাইন প্রতিরক্ষা প্লাটফর্ম। রাস্তাঘাটে কোথাও সন্দিহান কিছু দেখলে, নারী নির্যাতন, হয়রানি,চুরি,ছিনতাই বা বাসাবাড়িতে যদি অগ্নিসংযোগ, হামলা,ডাকাতির শিকার হলে নিজ জায়গা থেকে রিপোর্ট করে প্রতিরোধ গড়ে তুলুন।
*অবশ্যই লোকেশন অ্যালাউ করুন এবং যদি কোনো ত্রুটি দেখা দেয় তবে ফোন এর ব্রাউজার এ্যাপস এ লিঙ্কটি কপি পেষ্ট করুন সব ব্রাউজার থেকেই কাজ করবে আশা করা যায়!
*আপনার অভিযোগ করার স্বাধীনতা আছে এই প্লাটফর্মে, কোনো অপরাধকে ছাড় দেবেন না!
*নিচের ম্যাপটিতে দেশের কোথায় কে কোন রিপোর্ট করেছে বা করছে আপনি সেটা ডট গুলো ক্লিক করলেই বিস্তারিত দেখতে পারবেন!
*রিপোর্ট ক্রাইম বাটনে ক্লিক করলে অডিও পারমিশন চাইবে। ভয়েস ক্লিপ সেন্ড করতে আপনাকে সেটা অ্যালাউ করতে হবে।

Hidden Image

বিস্তারিত

বাংলায়,

এইটা কিভাবে হেল্পফুল হবে?


১. আমাদের দেশে মানুষ থানা রিলেটেড কোনো বিষয় নিয়ে কাজ করতে ভয় পায়অন্যায় দেখেও ভয় কোনো অভিযোগ জানায় না এইটা ভেবে যে "পরে আমি যদি কোনো বিপদে পড়ি" । এইজন্য অনেক ক্রাইম থামানোর সুযোগ থাকলেও পুলিশ কর্মকর্তারা পারেন না।
২. আবার অনেক ক্ষেত্রে ডাকাতি, অগ্নিসংযোগ বা বাসায় হামলা হলে পুলিশ ও ফায়ার-সার্ভিস কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লাগে যার কারণে অনেক বেশি প্রাণহানি এবং জানমালের ক্ষতি হয়ে যায়। এমন সিচুয়েশনে প্রতিবেশীরা সাময়িক সময়ের জন্য পরিস্থিতি সামাল দিতে পারবে কারণ ম্যাপে ডাটা এন্ট্রি হলে নোটিফেকশন যাবে ১০ কিলোমিটার সীমানায় থাকা সবার কাছে!
৩. রাস্তা ঘাটে কোথাও চাঁদা বাজি, লাইফ থ্রেট, অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়, ইভটিজিং সহ অবমাননাকর ঘটনা ঘটলে বা ঘটতে দেখলে মানুষ আইডেন্টিটি গোপন রেখে ওই জায়গা থেকেই সরাসরি রিপোর্ট করতে পারবে তখন স্থানীয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
৪. যদি আপনি আপনার চারপাশে কোনো সন্দিহান কিছু যেমন মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার, কিছু লোকের সন্দিহান চলাচল লক্ষ্য করেন তাহলেও সেই রিপোর্ট করবেন স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিবে।
৫. মাদক দ্রব্য সরবরাহ করতে দেখলে আইডেন্টিটি গোপন রেখে প্রশাসন কে তথ্য দিতে পারবেন লোকেশনসহ
৬. সামাজিক নানা সমস্যার কথা ও আপনি রিপোর্ট করতে পারবেন সেক্ষেত্রে সিটি করপোরেশনের লোক ব্যবস্থা নেবে।


আমাদের ডাটা পলিসি


১. আমরা আপনার কোনো ডাটা সংরক্ষণ করছি না। ২৪ ঘণ্টা পর অটোমেটিক রিপোর্ট ডিলেট হয়ে যায়। ম্যাপে শো করবে না!

২. আপনার তথ্য কোথাও ব্যবহার করা হবে না অ্যাপ ছাড়া

৩. আপনি রিপোর্ট করলে আপনার লোকেশন থেকে শুধু ১০ কিলোমিটার দূরত্বে থাকা মানুষ আপনার ফোন নম্বর দেখতে পারবেন। বাকিরা পারবে না।

৪. সমস্যা শেষ হয়ে গেলে আপনি রিপোর্ট ডিলেট করতে পারবেন। ওইখানে অপশন থাকবে। ডিলেট করলে case সলভ হিসেবে ধরা হবে!

৫. আপনাকে অবশ্যই লোকেশন শেয়ার করতে হবে । ক্রোম বা এক্সটার্নাল ব্রাউজার ব্যবহার করবেন

৬. ইনস্টাগ্রাম/ফেসবুক/মেসেঞ্জার থেকে লিঙ্ক ওপেন করলে সেটা ইন্টারনাল ব্রাউজার এ ওপেন হয় ফলে লোকেশন পাওয়া যায় না। কপি পেস্ট করে ক্রোম ব্রাউজার বা অন্য ব্রাউজার দিয়ে ওয়েবসাইট এ প্রবেশ করলে কোনো সমস্যা হবে না।

৭. এটা একটা সামাজিক উদ্যোগ কোনো প্রফিট এর জন্য করা না এটা, সামাজিক ভাবে গৃহীত হলে এটা সরকার এর কাছে হস্তান্তর করতে আমরা প্রস্তুত! আপনি চাইলে আমাদের এই উদ্যোগ ছড়িয়ে দিয়ে সাহায্য করতে পারেন আর কিছু লাগবে না।

রিপোর্ট নির্দেশিকা


*লাল বিন্দু ২ ঘণ্টার কম পুরোনো রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*কমলা বিন্দু ২ থেকে ৫ ঘণ্টার মধ্যে থাকা রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*বেগুনি বিন্দু ৫ থেকে ৮ ঘণ্টার মধ্যে থাকা রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*নীলচে-বেগুনি (ইন্ডিগো) বিন্দু ৮ থেকে ২৩ ঘণ্টার মধ্যে থাকা রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*২৪ ঘণ্টার বেশি পুরোনো রিপোর্টগুলো ম্যাপে প্রদর্শিত হবে না।
যদি কোনো *অস্বাভাবিক প্রযুক্তিগত সমস্যা ঘটে, তাহলে তা একটি ধূসর আউটলাইন দ্বারা দেখানো হবে।


*আপনি সাহায্য করলেই আমরা একটি সুন্দর দেশ গড়তে পারবো



In English:

How will this be helpful?


*People in our country are afraid to work on issues related to the police station. They hesitate to report even injustice, fearing that "if I get into trouble later". Because of this, many crimes go unchecked, and police officers cannot prevent them.
*In many cases, such as robbery, arson, or house attacks, it takes a long time for police and fire service officers to reach the scene, resulting in significant loss of life and property damage. In such situations, neighbors can temporarily manage the situation because the map will send notifications to everyone within a 10-kilometer radius once data is entered.
*If someone sees extortion, life threats, illegal weapons, or harassment on the streets, they can report it anonymously from the location. The local administration will then take action against it.
*If you notice any suspicious activities such as improper behavior towards women or suspicious movement of people around you, you can report it, and the local administration will take action.
*If you see drug trafficking, you can provide information to the authorities anonymously with the location.
*Social issues can also be reported, and in such cases, the city corporation will take action.



1. Report Requirements

A valid report requires a valid contact number (01#########). If the user submits a valid number, we can contact them! Their location will be automatically enlisted.Please Allow your location ,/To see contact details

Consider using Google Chrome or other updated browsers for the best experience.

2. Crime Zone Details

Users within 10KM distance can view the crime zone details fully, including the victim's contact number. This information is hidden for all users for privacy reasons.

3. Report Management

Any user can post a report. They can also delete their own report at any time.

4. Report Highlighting