এটা বাংলাদেশের একটা উন্মুক্ত নন প্রফিট অনলাইন প্রতিরক্ষা প্লাটফর্ম। রাস্তাঘাটে কোথাও সন্দিহান কিছু দেখলে, নারী নির্যাতন, হয়রানি,চুরি,ছিনতাই বা বাসাবাড়িতে যদি অগ্নিসংযোগ, হামলা,ডাকাতির শিকার হলে নিজ জায়গা থেকে রিপোর্ট করে প্রতিরোধ গড়ে তুলুন।
*অবশ্যই লোকেশন অ্যালাউ করুন এবং যদি কোনো ত্রুটি দেখা দেয় তবে ফোন এর ব্রাউজার এ্যাপস এ লিঙ্কটি কপি পেষ্ট করুন সব ব্রাউজার থেকেই কাজ করবে আশা করা যায়!
*আপনার অভিযোগ করার স্বাধীনতা আছে এই প্লাটফর্মে, কোনো অপরাধকে ছাড় দেবেন না!
*নিচের ম্যাপটিতে দেশের কোথায় কে কোন রিপোর্ট করেছে বা করছে আপনি সেটা ডট গুলো ক্লিক করলেই বিস্তারিত দেখতে পারবেন!
*রিপোর্ট ক্রাইম বাটনে ক্লিক করলে অডিও পারমিশন চাইবে। ভয়েস ক্লিপ সেন্ড করতে আপনাকে সেটা অ্যালাউ করতে হবে।
১. আমরা আপনার কোনো ডাটা সংরক্ষণ করছি না। ২৪ ঘণ্টা পর অটোমেটিক রিপোর্ট ডিলেট হয়ে যায়। ম্যাপে শো করবে না!
২. আপনার তথ্য কোথাও ব্যবহার করা হবে না অ্যাপ ছাড়া
৩. আপনি রিপোর্ট করলে আপনার লোকেশন থেকে শুধু ১০ কিলোমিটার দূরত্বে থাকা মানুষ আপনার ফোন নম্বর দেখতে পারবেন। বাকিরা পারবে না।
৪. সমস্যা শেষ হয়ে গেলে আপনি রিপোর্ট ডিলেট করতে পারবেন। ওইখানে অপশন থাকবে। ডিলেট করলে case সলভ হিসেবে ধরা হবে!
৫. আপনাকে অবশ্যই লোকেশন শেয়ার করতে হবে । ক্রোম বা এক্সটার্নাল ব্রাউজার ব্যবহার করবেন
৬. ইনস্টাগ্রাম/ফেসবুক/মেসেঞ্জার থেকে লিঙ্ক ওপেন করলে সেটা ইন্টারনাল ব্রাউজার এ ওপেন হয় ফলে লোকেশন পাওয়া যায় না। কপি পেস্ট করে ক্রোম ব্রাউজার বা অন্য ব্রাউজার দিয়ে ওয়েবসাইট এ প্রবেশ করলে কোনো সমস্যা হবে না।
৭. এটা একটা সামাজিক উদ্যোগ কোনো প্রফিট এর জন্য করা না এটা, সামাজিক ভাবে গৃহীত হলে এটা সরকার এর কাছে হস্তান্তর করতে আমরা প্রস্তুত! আপনি চাইলে আমাদের এই উদ্যোগ ছড়িয়ে দিয়ে সাহায্য করতে পারেন আর কিছু লাগবে না।
*লাল বিন্দু ২ ঘণ্টার কম পুরোনো রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*কমলা বিন্দু ২ থেকে ৫ ঘণ্টার মধ্যে থাকা রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*বেগুনি বিন্দু ৫ থেকে ৮ ঘণ্টার মধ্যে থাকা রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*নীলচে-বেগুনি (ইন্ডিগো) বিন্দু ৮ থেকে ২৩ ঘণ্টার মধ্যে থাকা রিপোর্টগুলোকে হাইলাইট করে।
*২৪ ঘণ্টার বেশি পুরোনো রিপোর্টগুলো ম্যাপে প্রদর্শিত হবে না।
যদি কোনো *অস্বাভাবিক প্রযুক্তিগত সমস্যা ঘটে, তাহলে তা একটি ধূসর আউটলাইন দ্বারা দেখানো হবে।
A valid report requires a valid contact number (01#########). If the user submits a valid number, we can contact them! Their location will be automatically enlisted.Please Allow your location ,/To see contact details
Consider using Google Chrome or other updated browsers for the best experience.
Users within 10KM distance can view the crime zone details fully, including the victim's contact number. This information is hidden for all users for privacy reasons.
Any user can post a report. They can also delete their own report at any time.